আইডি ফোরাম -সর্বশেষ আলোচনা

আইডি ফোরাম -পোস্ট আপডেট

Saturday, August 30, 2008

বিনির্মাণের নতুন ডিজাইন



বিনির্মাণ কে ঢেলে সাজানোর কথা অনেক বন্ধু বলেছেন। সময়ের অভাবে হোক আর অলসতা করেই হোক সেটি হয়ে ওঠেনি। অবশেষে বিনির্মান টীম একটু সময় বের বিনির্মাণের ডিজাইনের কাজে হাত দিয়েছে। সামনে পবিত্র রমজান মাস... এবাদত বন্দেগীর পাশাপাশি কিছু অতিরিক্ত সময়ও সবার হাতে থাকবে। এই সময়টুকু বিনির্মাণকে নির্মাণের পেছনে লাগাতে পারলে আমরা অনেকটুকু পথ এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই নির্মাণ কাজে আপনি আমি আমরা সবাই অংশীদার... ডিজাইন করে, পরামর্শ দিয়ে, নতুন লেখা দিয়ে, অপরকে মন্তব্য দিয়ে উৎসাহিত করে আমরা বিনির্মাণের নির্মাণ কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ...

আপাতত করা এই ডিজাইনটি আরো পরিবর্তন করা হবে। এই পরিবর্তনে সবার মতামত কামনা করে এবং বিনির্মাণের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

7 comments:

  1. 1. side bar ta eto lomba ? কিছু জিনিস নীচে বা অন্য কোথাও সরানো যায় না ?

    ReplyDelete
  2. chillanor bakshota eto niche ken? gola fataiya chitkar korleo keu to shunbe bole mone oyna..

    side bar theke "about me" portionta mone hoy shorano jabe..

    ReplyDelete
  3. Binirman is following the right track but more needs to be done.

    ReplyDelete
  4. নূতন ডিজাইনে বিনির্মানকে স্বাগতম।

    ReplyDelete
  5. বিনির্মানের চ্যাট বক্সের চিল্লা চিল্লি উপভোগ করে গেলাম।
    আমার ব্লগটাতে দু চার লাইন বাংলা আছে... লাইন বাড়ানোর ধান্দায় আছি।
    এখানে সদস্য হবো কেমনে??
    অনেকে লাইন দিয়ে বসে আছেন দেখলাম।

    এত্তো ভিজিটর!! Google AdSense লাগালে ভালোই কামাই হতো।

    ReplyDelete
  6. Ostader Ostad, আপনাকে আমাদের বন্ধু করে নিলাম । বাংলা ভাষায় ব্লগিংঙে স্বাগতম আপনাকে । আপনার কাছ থেকে বাংলা লেখা আশা করছি ।

    সাউটবক্সে আপনার মত করে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন ।

    ReplyDelete

রেডিও তেহরান -সর্বশেষ আপডেট