আইডি ফোরাম -সর্বশেষ আলোচনা

আইডি ফোরাম -পোস্ট আপডেট

Sunday, August 3, 2008

বিনির্মাণের সকল বন্ধুকে বন্ধু দিবসের শুভেচ্ছা


আজ আমাদের বন্ধু সংখ্যা ৩০ হলো বন্ধু দিবসের অফুরান শুভেচ্ছা সকলকে সবাই ভালো থাকুন, সু্স্থ্য থাকুন, নিরাপদ থাকুন ব্লগস্পটে সকলের বিচরণ আরো আনন্দময় হোক । পারস্পরিক সৌহার্দ্য - শুভেচ্ছার - সুরভীত পরিবেশে ব্লগিং হয়ে উঠুক তাৎপর্যময় ।

4 comments:

  1. বিনির্মাণকেও শুভেচ্ছা :) দিনে দিনে আরো রঙীন হয়ে উঠুক বিনির্মাণ :D

    ReplyDelete
  2. সকলকে শুভেচ্ছা।

    মুমিন নারী ও মুমিন পুরুষ নাকি পরস্পরের বন্ধু ও সাথী! কোরআন বলছে! সুরা তাওবা ৭১

    সেখানে আরও বলছে, "এরা যাবতীয় ভাল কাজের নির্দেশ দেয়, সকল অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে।"

    ReplyDelete
  3. Although I have difficulty reading bangla in this blog, I guessed your message.

    Thanks.

    Happy friendship!!!!

    ReplyDelete

রেডিও তেহরান -সর্বশেষ আপডেট