আইডি ফোরাম -সর্বশেষ আলোচনা

আইডি ফোরাম -পোস্ট আপডেট

Saturday, August 30, 2008

বিনির্মাণের নতুন ডিজাইন



বিনির্মাণ কে ঢেলে সাজানোর কথা অনেক বন্ধু বলেছেন। সময়ের অভাবে হোক আর অলসতা করেই হোক সেটি হয়ে ওঠেনি। অবশেষে বিনির্মান টীম একটু সময় বের বিনির্মাণের ডিজাইনের কাজে হাত দিয়েছে। সামনে পবিত্র রমজান মাস... এবাদত বন্দেগীর পাশাপাশি কিছু অতিরিক্ত সময়ও সবার হাতে থাকবে। এই সময়টুকু বিনির্মাণকে নির্মাণের পেছনে লাগাতে পারলে আমরা অনেকটুকু পথ এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই নির্মাণ কাজে আপনি আমি আমরা সবাই অংশীদার... ডিজাইন করে, পরামর্শ দিয়ে, নতুন লেখা দিয়ে, অপরকে মন্তব্য দিয়ে উৎসাহিত করে আমরা বিনির্মাণের নির্মাণ কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ...

আপাতত করা এই ডিজাইনটি আরো পরিবর্তন করা হবে। এই পরিবর্তনে সবার মতামত কামনা করে এবং বিনির্মাণের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

Sunday, August 3, 2008

বিনির্মাণের সকল বন্ধুকে বন্ধু দিবসের শুভেচ্ছা


আজ আমাদের বন্ধু সংখ্যা ৩০ হলো বন্ধু দিবসের অফুরান শুভেচ্ছা সকলকে সবাই ভালো থাকুন, সু্স্থ্য থাকুন, নিরাপদ থাকুন ব্লগস্পটে সকলের বিচরণ আরো আনন্দময় হোক । পারস্পরিক সৌহার্দ্য - শুভেচ্ছার - সুরভীত পরিবেশে ব্লগিং হয়ে উঠুক তাৎপর্যময় ।

রেডিও তেহরান -সর্বশেষ আপডেট